۱۵ اردیبهشت ۱۴۰۳ |۲۵ شوال ۱۴۴۵ | May 4, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী
হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী

হাওজা / উনিশতম অমীয় বাণী। গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, গ্রন্থ শিরোনাম : চল্লিশটি অমীয় বাণী। (সমস্যা সমাধানের জন্য বারোটি দোয়া সহ)

সংকলক : আল্লামা শেখ আব্বাস কুম্মী (রহঃ)।

বিষয় : মিথ্যার নিন্দা।

শেখ কুলাইনী (রহঃ) ইমাম মুহাম্মদ বাক্বির (আঃ) থেকে বর্ণনা করেছেন :

ِانَّ اللّٰهَ عَزَّوَجَلَّ جَعَلَ لِلشَّرِّ اَقْفَالاً وَجَعَلَ مَفَاتِیْحَ تِلْكَ الْاَقْفَالِ الشَّرَابِ وَالْکِذْبُ شَرٌّ مِنَ الشَّرَابِ

"নিঃসন্দেহে! সর্বশক্তিমান আল্লাহ তায়ালা অন্যায় ও অপকর্মের জন্য তালা তৈরি করেছেন এবং সেই তালার চাবি হল মদ্য। আর মিথ্যা হল মদ্য'র থেকেও নিকৃষ্ট।"

সাফিনাতুল বিহার খন্ড ২ পৃষ্ঠা ৪৮৩..

শেখ আব্বাস কুম্মী (রহঃ) বলেছেন : মিথ্যার নিন্দার ব্যপারে অনেক গুলো রেওয়ায়েত বর্ণিত হয়েছে। আর মিথ্যার নিন্দার ব্যপারে আমিরুল মুমিনীন হযরত আলী (আঃ) এর এই হাদীসটি যথেষ্ট।

তিনি (আঃ) বলেছেন :

"ওই সময় পর্যন্ত কোন মানুষ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না, যতক্ষণ না সে সম্পূর্ণরূপে মিথ্যা বলা বর্জন না করে।"

অর্থাৎ গাম্ভীয বা হাস্যরস এর অবস্থাতেও মিথ্যা বলা উচিত নয়।

আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আ'লে মুহাম্মদ ওয়া আজ্জিল ফারাজাহুম ওয়াহ শুরনা মাআহুম ওয়াল আন আদুওয়াহুম।

অনুবাদ: হুজ্জাতুল ইসলাম মাওলানা মাসুম আলী গাজী (নাজাফ ইরাক)

تبصرہ ارسال

You are replying to: .